নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ‘আলোকিত রাইপাড়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে এই মানবতার দেয়াল উদ্বোধন করেন উদ্যোমী এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত আলোকিত রাইপাড়া সংগঠনটির সেচ্ছাসেবী সদস্যরা। এলাকার শীতার্ত অসহায় মানুষের পাশে থাকার জন্যই সংগঠনটির এমন উদ্যোগ নেয়া।
এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। আমরা এই আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনটির সমৃদ্ধি কামনা করছি।
এ বিষয়ে সংগঠনটির তরুণ উদ্যোক্তা মো. নুর আমিন বলেন, গরীব অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দেয়াল’ এর কার্যক্রম শুরু করেছি। মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সেই সাথে শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করার আহবান জানাচ্ছি।
মানবতার দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘আলোকিত রাইপাড়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।