নিজস্ব প্রতিবেদক : ‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, জানতে হবে সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-বায়েজীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
এসময় এএফএম ফিরোজ মাহমুদ তার বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন হলে একদিকে যেমন সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিত হবে অন্যদিকে অবাধ তথ্য প্রবাহের কারণে দেশের সকল দফতরের দুর্নীতি হ্রাস পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম খলিল সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সমাজ সেবা দপ্তরের সহকারী মো. মাসুদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এনজিও কর্মীরা।