নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ঘর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। ০৬ জুলাই বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় ভুক্তভুগি পরিবার। ৯৯৯ এ ফোন করলে রাতেই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া সৌদিপ্রবাসী ও মৃত হাজিমুদ্দিনের ছেলে আবুল হোসেন তার কেনা সম্পত্তিতে ৩ বছর আগে একটি ঘর উত্তোলন করেন। ঘরের জমিটি দাবি করে আসছিল আবুল হোসেনের ভাই বিল্লাল ও অন্যরা। মঙ্গলবার ঘরটি ভেঙে ফেলে প্রতিপক্ষ।
আবুল হোসেনের স্ত্রী আসমা আক্তার জানান, ঘরটি প্রথমে ভেঙে ফেলা হয় এবং গভীর রাতে পরিত্যক্ত ঘরের স্থাপনাকে বা কারা আগুন দেয়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে লোকজনকে ডাকাডাকি করলে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর জন্য এগিয়ে আসে।
প্রতিবেশি রাজা মিয়া জানান, রাতে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগুন দেখে সবাইকে ডাকাডাকি করি এবং লোকজন এসে আগুন নেভায় । ৯৯৯ ফোন দেওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে প্রতিপক্ষ বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।