নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের নেতৃত্বে পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহিদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজ, পৌরসভা ও অন্যান্য রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।