নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাব সড়কের অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে দোহার পৌরসভা।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান। এসময় মশিউর রহমান জানান, দীর্ঘবছর ধরে জয়পাড়ার রতন চত্বর থেকে দোহার প্রেসক্লাব সড়ক, সরকারি হাসপাতাল সড়ক ও পশু হাসপাতাল যাওয়ার সড়কটি দখল করে রেখে ভ্রাম্যমাণ দোকানপাট স্থাপন করা হয়েছিল। এছাড়া দুটি গণপরিবহনের বাসস্ট্যান্ড অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছিল। যার কারণে এ পথে যাওয়া যানবাহন ও মানুষগুলোর সীমাহীন দুর্ভোগ ছিল। আজ সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হলো।
তিনি আরও বলেন, আজ থেকে জয়পাড়া রতন চত্বরের আশেপাশে কোনো কাঁচাবাজার বসবে না।