নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য উপজেলার মত ঢাকার দোহার উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। এরই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলার ৩নং রাইপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. আমির হোসেনের উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাচারিঘাট এলাকায় মো. আমির হোসেন এর নিজ বাড়িতে এ উঠানঠৈক অনুষ্ঠিত হয়।
এসময় মেম্বার প্রার্থী মো. আমির হোসেন বলেন, আমি বিগত দিনে মেম্বার প্রার্থী না হয়েও চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে সমাজের উন্নয়ন করার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে মেম্বার হিসেবে নির্বাচিত করেন তাহলে আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, এখন কম্পিউটারের যুগ, আমাদের ছেলে মেয়েরা যেনো লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার শিখতে পারে সে জন্য আমার নিজ উদ্যোগে নূন্যতম ফি’র মাধ্যমে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দেবো। শেষে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
এসময় মো. মোয়াজ্জেম হোসেন তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, আব্দুর রহমান, সালাম মাদবর, মো. আনোয়ার, মো. নূরুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আলম খাঁ, মো. শরীফ খাঁ, মো. মনির হোসেন, মো. রেজুয়ার, মো. আজিজ, মো. সানোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।