মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা গ্রামের শেখ গেন্দুর ছেলে সালাউদ্দিন। বয়স ৩২ বছর। পেশায় একজন ভাড়া রিকশাচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রিকশা চালিয়ে মা, বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে কোনোরকম দিন পার করে সে। সঞ্চয় বলতে তেমন কিছুই নেই, এরই মাঝে গত ৪ বছর আগে কিডনিতে পাথর হয় সালাউদ্দিনের, অপারেশন করতে হয় ঋণ করে ।
এখনো শেষ করতে পারে নি ঋণের বোঝা। ঋণের টাকা পরিষদ না হতেই আবারো কিডনিতে পাথর ধরা পড়ে। কিন্তু এবার একটা নয় দুই কিডনিতেই পাথর। অপারেশন করতে প্রায় এক লক্ষ টাকা খরচ হবে। যেটা সালাউদ্দিনের যোগাড় করা অসম্ভব। কিন্তু টাকা যোগাড় না করতে পারলে তার অপারেশনও করা সম্ভব হবে না। তাই আপনার-আমার একটু সহানুভূতি, একটু সাহায্যই ফিরে পেতে পারে একটি সুস্থ জীবন। বেঁচে যেতে পারে সালাউদ্দীন এবং তার অসহায় পরিবারটি।
সামাজিক সংগঠন সে টুগেদার সালাউদ্দিনের পাশে থেকে আর্থিক সহযোগিতা করছে। আপনিও এগিয়ে আসতে পারেন তার সাহায্যে।
সাহায্যের জন্য যোগাযোগ করুন : +8801811132421