নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ নির্বাচনী উঠানবৈঠক করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার নাগেরকান্দা লস্করবাড়ি জামে মসজিদ লংলগ্ন এলাকায় এ উঠানবৈঠকের আয়োজন করা হয় । উঠানবৈঠকে নাসির উদ্দিন লস্করের সভাপতিত্বে ও আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাইপাড়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে একলাল উদ্দিন আহমেদকে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, একলাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। তিনি এর আগে চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি, এ ইউনিয়নে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
উঠানবৈঠকে একলাল উদ্দিন আহমেদ বলেন, আমি রাইপাড়া ইউনিয়নে এর আগেও চেয়ারম্যান ছিলাম মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে। চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করে যেতে। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে এই ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মানউন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণের জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, আমার বাবা মানুষের জন্য যেভাবে কাজ করেছেন আমি তার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এই সরকার দেশের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতে এই দেশ একটি মডেল হবে সারাবিশ্বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম,আবুল হোসেন দুলু,শামসুদ্দিন মেল্লা, হাওলাদার ওয়াদুদ, আতাউর রহমান,পিয়ার আলী লস্কর,মো.নুরুল ইসলাম, আজিম উদ্দিন, বোরহান উদ্দিন লস্কর,জাহাঙ্গীর আলম, সোরহাব মাদবর, জালাল উদ্দিন,আরব আলী লস্কর,মবজেল লস্কর, ফরহাদ হোসেন,শাহনাজ আহমেদ, শামসুদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, হাবিুবুর রহমান, জিমি আক্তার, মান্নান, মকবুল, মানিক, মিলন, আবু নইম, শহিদুল ইসলাম, খোরশেদ আলমসহ আরও অনেকে।