নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড বৌবাজার ছনটেক এলাকায় কদম আলী বেপারির বাড়িতে একলাল উদ্দীনের (শিক্ষক) চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তরুন যুবকদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা শুরু হয় । এসময় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । উপস্থিত সকলেই তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান ।
উল্লেখ্য যে, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে ৩ হাজার ২৫০ ভোটে বিজয়ী হয়ে ছিলেন একলাল উদ্দীন । এবারও বিজয়ের আশাবাদী বলে জানান তার ভক্ত ও সমর্থকবৃন্দ ।
উঠনবৈঠকে প্রধান অতিথি একলাল উদ্দিন বলেন , আমি শিক্ষানুরাগী একজন মানুষ । আমার পিতাও একজন শিক্ষক ছিলেন । আমি সমাজের বিভিন্ন মানব সেবামূলক কাজ করে যাচ্ছি । মাদক নির্মূল কমিটি , অনিবার্ণ যুব সংঘ ক্লাবের প্রতিষ্ঠিতা , শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আর এই সব হয়েছে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে । আমি অবহেলিত রাইপাড়া বাসীর পাশে থেকে উন্নয়ন করতে চাই ।
এসময় তিনি আরও বলেন, সভার সাধারণ মানুষের অনুরোধ ছিল রাইপাড়া একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের । আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রতিশ্রুতি দিলাম আপনাদের দাবি পূরণ করবো ।
এসময় উপস্থিত ছিলেন , সদস্য ধারিত্রি রফিকুল ইসলাম ,শিক্ষা ও গবেশনা বিষয়ক সম্পাদক (ডিজিএস) আবু কায়সার (জুয়েল) ,আব্দুল বারেক , আমাজাদ মাস্টার ,আলতাব মাস্টার , আপেল খানসহ আরও অনেকেই ।