নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঢাকার দোহার উপজেলায় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র দোহারে করোনা সংক্রমনরোধে বিকাল ৫ টার পর উপজেলার সকল দোকান পাট বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ও মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।
এ সময়ে সরকার ঘোষিত সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংক্রমণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ১৭জনকে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।