নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর অর্থায়নে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে দুইশত দুস্থ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে উপহার বিতরণ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মহশিন মোল্লা, শীবনাথ সরকার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর চোকদার প্রমুখ।