নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী রাশেদ চোকদারের নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর মোড়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিলাসপুর ইউনিয়নের ভিন্ন পেশার জনসাধারণ রাশেদ চোকদারের হাতকে শক্তিশালী করতে দুই হাত উচু করে কাঁধে কাঁধ মিলিয়ে পাশের থাকার প্রতিশ্রুতি, দোয়া ও সমর্থন জানিয়েছেন এলাকাবাসী।
ইউপি চেয়াম্যান প্রার্থী রাশেদ চোকদার তার বক্তব্যে বলেন আমি বিলাসপুর ইউনিয়নে মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট উন্নয়নে নিজেকে সর্বদা নিয়েযিত রেখেছি। গরীব মানুষের বন্ধু হিসেবে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। দল থেকে আমাকে মনোনীত করলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সমাজের সকল অনিয়ম,অপরাধ, দূনীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। বাকি জীবন মানুষের পাশে থেকে সেবা করতে চাই, গরীব মানুষের বন্ধু হিসেবে সার্বক্ষনিক পাশে থেকে কাজ করতে চাই। বিলাসপুর ইউনিয়ন সঠিক পরিচালনার অভাবে উন্নয়ন থেকে বঞ্চিত।
জনগণ তার সাথে রয়েছে দাবি করে তিনি বলেন, জনগণ যার,মনোনয়ন তার। জননেত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ট সালমান এফ রহমান এমপির দোয়া তার সাথে রয়েছেও বলে জানান তিনি।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিলাসপুর ইউনিয়বাসীকে যেন এটি ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে পারি এ লক্ষ্য আমি কাজ করে যাচ্ছি।
বলেছেন আমি দলীয় মনোনয়নের জন্য আপনাদের মত তৃণমুল আওয়ামীগের কাছে এসেছি। আপনারা চাইলে আমাকে সর্মথন দিয়ে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে দিতে পারবেন।
আমি মনে করি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল আমাকে নৌকা প্রতিক উপহার দিয়ে মূল্যায়ন করবে। এইজন্য ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সবাইকে পাশে থাকার আহবান করছি।
আবুল কাশেম মেম্বার তার বক্ত্যবে বলেন, বিলাসপুর ইউনিয়ন তৃণমুলসহ সাধারণ মানুষ আজ মুক্তি চায়। পরির্বতন চায়। সেই পরির্বতনের জোয়ারে আমরা রাসেদ চোকদারকে আগামীতে বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার, জয়পাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা হারুনুর রশিদ, আবুল বাশার বাদশা মোল্লা, কুটুম মোল্লা, শুকুর মাদরব, কুদ্দুস চোকদার, আলামিন চোকদার, আক্তার হোসেন, মোতালেব খান,এড আহম্মদ আলী চোকদার, হান্নান চোকদার, মতিন চোকদার, আক্কাস সিকদার, ডা. মোস্তফা, আয়নাল মেম্বার, বদু মেম্বার, নুরু হক মেম্বার, ফরহাদ মেম্বার, ফরহাদ মেম্বার, হযরত মোল্লা, মোতালেব মোল্লাসহ প্রমুখ।