নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের পাশে মেইন রোড থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় ২৫০ মিটার রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার করেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন। রবিবার সকালে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের প্রায় ৩০জন নেতা-কর্মী সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করেন। দীর্ঘদিন রাস্তাটি বৃষ্টি-কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তিনি নিজে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।
এই ব্যাপারে আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমান ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নির্দেশে অবিরত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিবিড়ভাবে নিয়োজিত রাখবো।এই রাস্তায় আমার ইউনিয়নবাসীর চলাচলে অনেক কষ্টকর হয়ে পড়ে। এমতাবস্থায়, আজ আমি নিজেই উদ্যোগ নিয়ে এলাকার যুবক-তরুণ এবং মুরুব্বিদের সহযোগিতায় এই রাস্তা সংস্কার কাজ করলাম। তবে, রাস্তাটি পিচঢালা রাস্তায় পরিণত করতে আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।
রাস্তার উপর জমে থাকা কাদা পানি সরিয়ে সেখানে মাটি ভরাট ও ইট এবং বালি দিয়ে চলাচলের উপযোগী করায় ওই এলাকাবাসী বেশ খুঁশি। অবহেলিত ওই রাস্তাটির জরুরি সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করায় ওই এলাকার সুধীজন আলমগীর হোসেনকে সাধুবাদ জানিয়েছেন।