নাজনীন শিকদার : দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া এলাকায় অবস্থিত ‘জুয়েল টিচিং হোম’ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও বনভোজনের আয়েজন করেন ‘জুয়েল টিচিং হোম’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল। গত শনিবার সকালে উপজেলার পালামগঞ্জ বাজার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে বাস ছাড়ে এবং দুপুরে গন্তব্যস্থান ফ্যান্টাসি কিংডম পার্কে পৌঁছায়। এসময় বনভোজনে খাওয়া-দাওয়ার সঙ্গে রাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, জুয়েল টিচিং হোম’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল, রাজিব হোসেন, সালাম, সাংবাদিক আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, আব্দুর রাহিম, আদর্শ লাইব্রেরির প্রোপ্রাইটর কামরুজ্জামানসহ প্রায় ৭০ জন সদস্য অংশ নেয়।