নয়নশ্রী ইউনিয়ন ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে একটি অন্যতম ইউনিয়ন। তবে হঠাৎ করেই এই ইউনিয়নটিতে হানা দেয় ডাকাতি, চুরি। গত ১ মাসে এই ইউনিয়নে কয়েকটি বাড়িতে ডাকাতি ও পর পর রাতে চুরি সংঘটিত হতে থাকে। এতে পুরো ইউনিয়নেই একটি আতঙ্কিত পরিবেশ বিরাস করে। ফলে নড়ে চড়ে বসে নবাবগঞ্জ থানা পুলিশ। দিনরাত ২৪ ঘন্টা ইউনিয়নটি নজরদাঁড়িতে রাখাতে শুরু করে।
অবশেষে দীর্ঘ চেষ্টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মো. আশরাফুল আলম এর তত্বাবধানে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা মোহাম্মদ শাহ্ জালাল এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম ও এসআই মো. আবু তাহের সঙ্গীয় ফোর্স সহ চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির সাথে জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায়, চাদপুর জেলা এবং ফরিদপুর জেলার সালথা উপজেলায় টানা অভিযান পরিচালনা করতে থাকে। এতে ডাকাত চক্রের মধ্যে ০৫ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এসময় লুণ্ঠিত হওয়া ১ টি মোবাইল ফোন, ১ টি এয়ারগান এবং ডাকাতির সময় ডাকাতদের নিকট থাকা ১ টি সেলাই রেঞ্জ, ১ টি শাবল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তবে পুলিশ জানায় যে ডাকাতদলকে গ্রেফতার করা হয়েছে তারা সমস্ত ডাকাতির সাথে সম্পৃক্ত আছে কি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা ঢাকার বড় গোল্লা এলাকায় গত ৪মে রাতে চালর্স জনি ডি ক্রুজ (৩৯) এর বাড়ীতে ডাকাতির সাথে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ডাকাত দলের সদস্যরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার সরুপদিয়া এলাকার মো ইউসুফের ছেলে শফিকুল ইসলাম, মৃত খলিলের ছেলে সুমন শেখ, ওয়াবের ছেলে বাবুল শেখ, রশিদ মাতবরের ছেলে সৈয়দ আলী মাদবর, খোরশেদ মাতবরের স্ত্রী কমলা বেগম।