দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দোহার ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করেন। শুক্রবার (২৫ নভেম্বর ) বিকালে নবাবগঞ্জ উপজেলার বর্দ্ধনপাড়া রসরাজ গোসাই আশ্রম প্রাঙ্গণে এ সভা করা হয়। পূজা উদযাপন পরিষদ দোহার উপজেলার সভাপতি, সাংবাদিক অমিতাভ পাল অপু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিতাই চাঁদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির জেলা সদস্য সচিব নন্দ গোপাল সেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুকুমার হালদার, কমলকান্তি সরকার, খেলারাম সরকার, কমল চন্দ্র পাল, খিতিশ চন্দ্র রায়, গোপাল মল্লিক, মন্টু অধিকারী, বিমল চন্দ্র দাস, দিলিপ কুমার মন্ডল, আশিষ কুমার সরকার, নবাবগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু, ধামরাই উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, হিন্দু সমাজ সংস্কার সমিতির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড. দ্বীপঙ্কর সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র হালদার, কেরানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. শেখর চন্দ্র, দোহার উপজেলার সাধারণ সম্পাদক রিপন রাজবংশী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এটা ত্যাগের সংগঠন, এটা অস্তিত্বের সংগঠন। নানা মতে নানা পথ থাকতে পারে, কিন্তু সনাতনী মতে সবাইকে একত্রিত থাকতে হবে। এদেশে জন্মেছি, এ দেশ আমাদের। আমরা টুইন টাউয়ার ধ্বংস হতে দেখতে চাই না। মন্দিরে মন্দিরে অগ্নিসংযোগ দেখতে চাই না। আমরা ধ্বংসে বিশ্বাসী নই। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই সংগঠিত থাকার আহ্বান জানান।
সভা শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনকে সংবর্ধনা জানানো হয়।