নিজস্ব প্রতিবেদক : অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই বিভিন্ন জেলার প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। এর ধারাবাহিকতায় আসন্ন ঢাকা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান। রোববার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর মাহাবুবুর রহমান বলেন, আপনারা জানেন ঢাকা জেলা পরিষদ ৬১টি জেলার মধ্যে দুর্নীতির আখরা ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন আমাকে এই দায়িত্ব দেন সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করবো। আমি বিশ্বাস করি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি ঢাকা জেলাকে উন্নয়নের রোল মডেল করতে পেরেছি। ইনশা আল্লাহ আমি আশাবাদী আমার নেত্রী আমাকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে ঢাকা জেলা পরিষদের যে অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করার সুযোগ দিবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম জেলা পরিষদের ভোট হয়। বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন।