নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে মাস্ক হস্তান্তর করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
রোববার সকালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মঞ্জুর হাতে এ মাস্ক হস্তান্তর করেন।

মাস্ক হস্তান্তরের সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন করোনাভাইরাস মহামারী থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট মোকাবিলায় দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন। করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। করোনা ভাইরাসের কবল থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি জেলা পরিষদের অর্থায়নে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কর্নার ঘুরে দেখেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সিইও মামুন-উর রশিদ,ঢাকা জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার মাসুদ পত্তনদার, উপ-সহকারী ইঞ্জিনিয়ার মো. মোতালেব হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন,দোহারের সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম খোকা, পৌরসভা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা আলীম বিশ্বাসসহ আরও অনেকে।