নাজনীন শিকদারঃ সম্প্রতি ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৃতী সন্তান পনিরুজ্জামান তরুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তার নিজ এলাকায় হাজারো নেতাকর্মী তাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণসংবর্ধনা দিয়েছেন।
শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলার তুলশীখালি ব্রিজ থেকে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা দিয়ে নেতাকে বরণ করে নবাবগঞ্জ সদরে এনে গণসংবর্ধনা দেন দলের নেতা–কর্মীরা।
এছাড়াও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সকল স্তরের মানুষ জেলার নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন নবাবগঞ্জ উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ- কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি.আরিফুর রহমান শিকদার, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ওয়াদুদ মিয়া, সাফিল উদ্দিন মিয়া, বাবুল মোল্লা, আজিজুর রহমান আজিম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, শামিমুল আহাদ রনক, মো. পলাশ, এস এম সাইফুল ইসলাম প্রমুখ।