নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাশ্মশান মহাকাব্য খ্যাত মহাকবি কায়কোবাদের জীবনীর উপর রচিত ড. মোহাম্মদ আলমাস আলী খানের ‘দু‘শতাব্দীর সাক্ষী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ।
ড. মোহাম্মদ আলমাস আলী খানের সভাপতিত্বে বক্তরা বলেন, মহাকবি কায়কোবাদ শুধু নবাবগঞ্জেরই নয় তিনি সমগ্র বাংলাদেশের গর্ব। কিন্তু দুঃখের বিষয় এত বড় মহাকবিকে আমাদের বর্তমান প্রজন্ম অনেকেই চিনে না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের সকলের উচিত এই গুনি মানুষটি নিয়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ করা। যাতে করে বর্তমান প্রজন্ম আমাদের এই গুণি ব্যাক্তির সম্পর্কে জানতে পারে।
বইটি সম্পর্কে লেখক ড. মোহাম্মদ আলমাস আলী খান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএসডি ডিগ্রী অর্জন করেছি। সেই ধারাবাহিকতায় করোনাকালে আমি সিদ্ধান্ত নেই মহাকবি কায়কোবাদকে নিয়ে গবেষণা করবো। আমি মহাকবি কায়কোবাদকে নিয়ে অনেক দিন ধরেই গবেষণা করেছি। পরিশেষে আজকের এই সফলতা দু‘শতাব্দীর সাক্ষী বইটিতে মহাকবি কায়কোবাদের পুরো জীবনী তুলে ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, শাহিন খান, নারী নেত্রী মাধুরী বনিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল হক, কবি জুয়েল আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।