ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। হঠাৎ বদলে গেল মিরপুর সকাল থেকে মিরপুর ছিল রোদ ঝলমলে। সূর্যের তাপ ছিল প্রখর। টসের মিনিট বিশেক আগে হুট করেই বদলে যেতে থাকে চিত্র। কয়েক মিনিটের মধ্যেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। বইতে থাকে তীব্র বাতাস। বৃষ্টি অবশ্য শুরু হয়নি এখনও। তবে আপাতত ঢেকে রাখা হয়েছে উইকেট ও চারপাশ। পিছিয়ে গেছে টস।
হোয়াইটওয়াশ আর ১০ পয়েন্টের লড়াই :
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে হাতছানি প্রথমবার হোয়াইটওয়াশ করার। লঙ্কানদের লড়াই হোয়াইটওয়াশ এড়ানোর।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ বলে এসব সিরিজের চাওয়া-পাওয়ার সীমানা এখন অনেক বিস্তৃত। প্রতিটি ম্যাচই এখন পয়েন্ট প্রাপ্তি আর বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। দুই দলই মরিয়া থাকবে সেই ১০ পয়েন্টের জন্য।
৫ ম্যাচ খেলে সুপার লিগে এখনও পয়েন্টের দেখা পায়নি শ্রীলঙ্কা। তাদের তাড়না তাই অনুমিতই। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশের অবস্থান আরও সংহত করবে শেষ ম্যাচের জয়।