নিজস্ব প্রতিবেদক : জার্মান আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অনুমোদন দেয়া হয়েছে। ২ মার্চ সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় বসিরুল আলম চৌধুরী সাবুকে সভাপতি ও আব্বাস আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জার্মান আওয়ামী লীগের ১০১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ২০২২ সাল পর্যন্ত এই কমিটি সততা, নিষ্ঠার সাথে নিজেদের ঐক্য বজায় রেখে দলকে শক্তিশালী কারার আহ্বান জানানো হয় প্রজ্ঞাপণে।
এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান সংগ্রামে জার্মান প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রাখারও আহ্বান করা হয়।
এসময় নতুন কমিটিকে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নব নির্বাচিত সভাপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন বাস্তবায়নে এবং দলকে গতিশীল করতে সততা ও নিষ্ঠার সাথে জার্মান আওয়ামীলীগ বিশেষ ভূমিকা পালন করবে। এসময় সকলের দোয়া প্রত্যাশা করেন তিনি।