কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জে জাবেদ গ্যাং বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তারানগর ইউনিয়নের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সিরাজ, মুক্তিযোদ্ধা মো. নাজির হোসেন, হাজী মো. নজরুল ইসলাম, তারানগর ইউনিয়নের সাবেক মেম্বর আহসান হাবিব, বর্তমান ৫নং ওয়ার্ডের মেম্বর তানভীন আহমেদ শরীফ, মো. জামাল উদ্দীন, মো. আবুল কালাম মাদবর, মো. বাবুল হোসেন ও মো. শেখ ফরিদ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন জাবেদ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে কাঠালতলী গ্রামবাসী অতিষ্ঠ। এই বাহিনীর ছত্রছায়ায় কিছু ভূমিদস্যু গ্রামের সাধারণ মানুষের কৃষি জমি জোর করে দখল করে বালু ভরাট করছে। এই বাহিনীর সহযোগিতায় গ্রামে মাদক ব্যবসা চালানো হচ্ছে। এই বাহিনীর কর্মকাণ্ডে কাঠালতলী গ্রামবাসী দিশাহারা হয়ে পরছে।
এই প্রতিবাদ সভার মাধ্যমে উপস্থিত বক্তারা জাবেদ বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর শুদৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদ সভায় গ্রামের সর্বস্তরের মানুষ এই গ্যাং বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।