নিজস্ব প্রতিনিধি : আমরা কন্যা শিশু ‘প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই শ্লোগানে ঢাকার দোহারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে দোহার উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে আগামী দিনের প্রজন্ম বেড়ে উঠা ও ডিজিটাল বাংলাদেশ গঠণ নিয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র ব্যবস্থাপক বিধান মন্ডল, সিনিয়র কর্মকর্তা এস এম রিফাত আল-মাহমুদ, স্বাস্থ্য কর্মকর্তা শাহিন আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈমসহ আরও অনেকে।