নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পাড়া ভলিবল টিমের আয়োজনে উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর আগে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ ও বঙ্গবন্ধুর পরিবারে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে জার্সি বিতরণ শেষে কেক কেটে খেলার উদ্বোধন করা হয়। সবুজ ও লাল দলের অংশগ্রহণে ২-০ সেটে সবুজ দল জয়লাভ করে।
খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন জামাল উদ্দিন আহমেদ ও সহযোগীতায় ছিলেন নূরুল ইসলাম, মঞ্জুরুল হোসেন পাটোয়ারী, মফিজুর রহমান, মো. আবুল হাসেম। খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।