বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শেখ রাকিবের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ঢাকার নবাবগঞ্জ উপজেলার শেখ রাকিবের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারের খোজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
খন্দকার আবু আশফাক বলেন, নিহত রাকিবের পরিবারের পাশে দাড়াতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই কষ্টের মধ্যেও তাঁদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে রাকিবের মাকে বলেছি। রাকিবের পরিবারের দায়িত্ব আমাদের। আমরা এই বাংলাদেশ পেয়েছি এমন শহীদদের আত্মত্যাগে।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ খন্দকারসহ চূড়াইন ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
নিহত শেখ রাকিব মো. মিজানুর রহমান ওরফে হুমায়ুন কবির ও সুইটি বেগমের সন্তান। তার বাড়ি নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে। বর্তমানে রাকিবের পরিবারে রয়েছে মা ও তার দুই ভাই।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিছিলরত অবস্থায় গত ১৯ শে জুলাই যমুনা ফিউচার পার্কের সামনে পুলিশের গুলিতে নিহত হন শেখ রাকিব। তিনদিন রাকিবের লাশ কুর্মিটোলা হাসপাতালে পরে থাকার পর ২১ জুলাই শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ময়না তদন্ত শেষে ওই দিন রাতেই রাকিবের গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।