নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার চৌকিঘাটা মহাশ্মশান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহাশ্মশানের নাট মন্দিরে সমাজের ১০ গ্রামের বিশিষ্টজনদের নিয়ে সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বাদল চন্দ্র সাহাকে পুণরায় সভাপতি ও প্রবীর সাহা বাহাদুরকে সাধারণ সম্পাদক ও পার্থ সাহা অমিতকে কোষাধ্যক্ষ করেন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বৈদ্যনাথ মন্দির ও দুর্গা মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুভাষ শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক হরিপদ ঘোষ, বাবুল করাতী, বিমল মেম্বার, প্রদীপ সাহাসহ স্থানীয় সমাজপতিরা।