নিজস্ব প্রতিবেদক : আমেরিকার সর্ববৃহৎ বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউ ইয়র্ক (জেবিবিএ)’ এর নির্বাচনে ঢাকার দোহার উপজেলার কৃতি সন্তান, প্রাক্তন সিনেটর কেন্ডিডেট গিয়াস আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচ এর বন্ধু মহলের পক্ষ থেকে জয়পাড়া সেন্টার ছিফ চাইনীজ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ এর বড় ভাই মো. নাসির উদ্দিন, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, অহিদুল ইসলাম অনু, সোলায়মান শরীফ, আমির হোসেন, ওয়াদুদ হাওলাদার, সাইফ উদ্দিন ফনু, মিজানুর রহমান ধলু, বিল্লাল ফকির, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, মাওলানা আকবর আলীসহ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচ এর সকল বন্ধু মহল ও অন্যান্য অতিথিবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, গিয়াস আহমেদ আমাদের গর্ব, সে আমাদেরই বন্ধু দোহারের কৃতি সন্তান। গিয়াস আহমেদ শুধু বাংলাদেশী ব্যবসায়ী সমাজের নেতা-ই নন, তিনি আমেরিকার মূল রাজনীতি সাথেও জড়িত। এ অর্জন আমাদের সবার।
পরে গিয়াস আহমেদ এর জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।