নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা পরিষদ ও দোহার প্রেসক্লাবের পাশ্ববর্তি পৌরসভার অস্থায়ী ময়লার ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল থেকে পৌরসভার কর্মচারীরা দুটি ট্রাকে করে ময়লাগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, পৌর মেয়র হাজী আব্দুর রহিম মিয়ার আড়িয়াল বিলের নিজস্ব জায়গায় তিনি এখন থেকে এই ময়লা ফেলবেন। যাতে করে কোনো মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।
এদিকে ময়লা অপসারণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পথচারীরা।
উল্লেখ্য, অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা পরিষদ ও দোহার প্রেসক্লাবের সামনে ময়লা ফেলছিলেন পৌরসভা কর্তৃপক্ষ। পরে জাগ্রত জনতাসহ বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ গুরুত্বসহকারে আমলে নেন।