কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সী (জাইকা) অর্থায়নে ২৫টি স্কুলে বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ বেঞ্চ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটর কর্মকর্তা মোসাঃ শাহীনা বেগম, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কাদের, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোল্লা তারিকুল হাসান, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ ২৫ টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সকল ধরনের সহযোগিতাসহ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে আমাদের শিক্ষকরা সকল বিষয়ে পারদর্শি হয়ে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখান থেকে তৈরি করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠে স্থানপায় আর কেরানীগঞ্জে মুখ উজ্জ্বল করতে পারে, সে ভাবে পাঠদান করতে হবে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। পরে ২৫ টি স্কুলে ৩৫৯ জোড়া হাইবেঞ্চ ও লো-বেঞ্চ প্রধান শিক্ষকের মাঝে প্রদান করা হয়।