কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ২১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, গণভোজ ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সাবান ফ্যাক্টরি এলাকায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমান, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।
এদিকে দিবসটি পালন উপলক্ষে সকাল দশটায় বেগুনবাড়ি এলাকায় সাথী আলী মেম্বারের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন, মোহাম্মদ হুমায়ুন ও আবুল হোসেন মেম্বার প্রমুখ।