নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহফুজা খাতুন নামে এক নারী নিহত হয়েছে।
জানা যায়, তার স্বামীর বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। তিনি বাবার বাড়ি ঢাকার মাতুয়াইল থেকে জয়পাড়ায় আসছিলেন। রোববার (১১ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি কেরানীগঞ্জ দোহার-নবাবগঞ্জ আন্তঃসড়কের শাক্তা এলাকায় গেলে একটি পিকঅ্যাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হয়। এছাড়া সিএনজিচালকসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেছে।
নিহত মাহফুজা খাতুন দোহারের জয়পাড়ার জয়নাল মোল্লার স্ত্রী।