কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সাবেক মন্ত্রী আলহাজ আমান উল্লাহ্ আমান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সহযোগিতায় এই খাবার বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে জিনজিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাউলি এলাকায় কেরানীগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সদস্য লিমন উল্লা ভাতিজা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য মো. আলমগীরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক হাজি মিনার।