কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ৫১তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা চত্বরে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটিতে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানসহ সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মুনসুর আহমেদ, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ প্রমুখ।
কেরানীগঞ্জ সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সফলতা অর্জনকারী সমবায়ীদের মাঝে পুরুস্কার প্রধান করা হয়।