নিজস্ব প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইস্পাহানী নদীধারা সমাজকলাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটায় আগানগর আমবাগিচা খেলার মাঠে বাবরআলী স্মৃতি সংসদকে ৭ রানে হারিয়ে ইস্পাহানী নদীধারা সমাজকলাণ সমিতি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত তিনমাস আগে ৪২টি টিম নিয়ে এই টুর্নামেন্টটি শুরু হয়। ফাইনাল খেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপাস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অর্থ সম্পাদক জাকির আহমেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুুগ্ম আহ্বায়ক ম. ইমামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহখুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আরশাদ হোসেন টিটু প্রমুখ।