মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ-মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে ১৫০টি স্পটে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১১টায় শাক্তা ইউনিয়নের শিকারিটোলা মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি মো. শামীম আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন জাকির ও দপ্তর সম্পাদক জানে আলম সুমন প্রমুখ।