মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) থেকে : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই ল্যাবরেটরির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সহকারী প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশল (এলজিইডি) অফিস জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে সারাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে এ ধরনের ল্যাবরেটরি স্থাপন করা হবে। প্রাথমিকভাবে দেশব্যাপী ৮টি ল্যাবরেটরি স্থাপন করা হবে । ৮টির মধ্যে কেরানীগঞ্জেই প্রথম এই ল্যাবরেটরি স্থাপন করা হলো। এই ল্যাবরেটরিতে বালি, ইটের খোয়া, মাটির আদ্রতা, ডিসিবি ও ইউনিট ওয়েট ইত্যাদি পরীক্ষা করা হবে।