কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে যুবদল কর্মী বানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি প্রতিবাদ জানিয়েছে। ০১ জুন বুধবার বিকেলে মডেল উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন মিনু ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পেন্ডেল করে ব্যানার টানিয়ে গত ২৯ মে রাতে এক প্রস্তুতি সভার আয়োজন করেন। উক্ত প্রস্তুতি সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপি নেতা-কর্মীদের আহত করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ উক্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানের বিরোধের কারণে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে মর্মে বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক।
প্রকৃতপক্ষে গয়েশ্বর চন্দ্র ও আমান উল্লাহ আমানের মধ্যে কোনো বিরোধ নেই। তারা পৃথক আসনে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। কাজেই তাদের দুজনের বিরোধের বিষয়টি সম্পুর্ন মিথ্যা। প্রেসবিজ্ঞপ্তির বিবৃতিতে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন মিনু ও সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী যুবদল কর্মীকে আওয়ামী লীগ কর্মী বানিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে মামলাটি দায়ের করেছে সে মামলাটি অবিলম্ভে প্রত্যাহারের দাবি জানেিয়ছেন।