কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বিএনপি’র নৈরাজ্য ও বিশৃঙ্খলা বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা আ’লীগ। গতকাল সোমবার বিকেল ৫টায় জিনজিরাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মুশতাক আহমেদ, আজাদ উল্লাহ, আজাহার তালি বাঙালি, আদি দেলোয়ার হোসেন বেপারী, মোহাম্মদ নভেল, রাসেল মেম্বার, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।
সম্মেলনে শাহীন আহমেদ বলেন গত ২৯মে রাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক গ্রুপের নেতাকর্মীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের ব্যানার পোস্টার ছিড়ে ফেলে। বিএনপি শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে । আমরা আওয়ামী পরিবারের সন্তানেরা বিএনপি’র এই অপচেষ্টাকে প্রতিহত করে কেরানীগঞ্জকে শান্ত রাখার জন্য ঝগড়া করা দরকার তাই করবো ইনশাআল্লাহ।