কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা -নবাবগঞ্জ সড়কের শাক্তা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩৫বছর। শনিবার (৪ আগস্ট) সকালে এই ঘটনাটি ঘটে ।কেরানীগঞ্জ মডেল থানার এস আই আসলামুজ্জামান জানান, যমুনা পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে অজ্ঞাতনামা চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।