কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৩ মে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তারানগর ইউনিয়নটিম জিনজিরা ইউনিয়নটিমকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবু রিয়াদ, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকৌশলী কাজি মাহমুদুল্লাহ, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক প্রমুখ।