নিজস্ব প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন মোঃ সুমন মিয়া। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন দপ্তরে মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র জমা দেন।
মেম্বার পদপ্রার্থী মোঃ সুমন মিয়া জিনজিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের তাঁতী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে। উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সেলিম হোসেন ও মোহাম্মদ সেন্টু প্রমুখ।