ঢাকার কেরানীগঞ্জে এবার ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু খোয়ালেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক রাকিব হোসেন। এই ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক রাকিব হোসেন জানান.তিনি আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি এলাকার নিজ বাসা থেকে সকাল সাড়ে ৬টার সময় বের হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তিনি বেগুনবাড়ি ব্রিজের উপর পৌছলে এ সময় দুইজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে তার গতিরোধ করে এবং তার কাছ থেকে ২৫ হাজার নগদ টাকা, স্যামসাং গ্লাক্সি M-31 মোবাইল সেট,ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ভিসা কার্ড ও সাংবাদিক পরিচয় পত্র কার্ডটি ছিনতাই করে নিয়ে যায়। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আরো জানান এই জায়গায় প্রতিদিন ২/৩বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু থানা পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয় না। কিছুদিন পূর্বেও বসুন্ধরা গ্রুপ
কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর জন্য কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবিরের কাছে কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু তিনি এ পর্যন্ত একটি সিসি ক্যামেরাও বসায়নি। তিনি যদি সিসি ক্যামেরা বসাতেন তাহলে আজকের ছিনতাইকারীদেরকে অতি সহজেই শনাক্ত করা যেত। তিনি দ্রুত এই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে তার ছিনতাই হওয়া টাকা ও মালামাল অতি দ্রুত উদ্ধারের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট আহ্বান