নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে চুরির অপবাদে চার শিশুকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করার অভিযোগে র্যাবের অভিযানে ওই চার শিশুকে উদ্ধার ও ১জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুল মালেক। সে নুর ডাইয়িং এর মালিক। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে মো. ইয়াসিন, মো. রানা মো. হাবিব ও মো. ওয়াহিদ। র্যাব-১০ কেরানীগঞ্জ কম্পানি কমান্ডর মেজর ওবায়দুর রহমানের নেতৃত্বে আগানগর কেসি সাহা ঘাট এলাকায় নুর ডাইয়িংএ অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার ও কারখানার মালিককে আটক করা হয়।
র্যাব-১০ কেরানীগঞ্জ কম্পানি কমান্ডর মেজর ওবায়দুর রহমান জানান,উদ্ধারকৃত চার শিশুকে বিদ্যুতের তার চুরির অভিযোগে নুর ডাইয়িং এর মালিক আব্দুল মালেক চার শিশুকে তার কারখানায় গত মঙ্গলবার সন্ধ্যায় আটকিয়ে অমানুষিক নির্যাতন করে এবং তাদের মাথার চুল কেটে দেয়। ঘটনার খবর পেয়ে র্যাব ওই কারখানায় অভিযান চালিয়ের নির্যাতিত চার শিশুকে উদ্ধার করে এবং কারখানার মালিক আব্দুল মালেককে আটক করে। এই ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলার প্রসÍুতি চলছে।