কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। আজ সকাল ১০টায় আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. কাজী মঈনুল আহসান ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আরশাদ হোসেন টিটু প্রমুখ। উদ্বোধনীদিনে কেরানীগঞ্জের ৬টি ইউনিয়নে ৪ হাজার এবং পরের দিন আরও ৪ হাজার মোট ৮ হাজার মানুষকে এই টিকা প্রদান করা হবে।