মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত খাবার, রক্তস্বল্পতা, অপুষ্টি ও স্বাস্থ্যসম্মত বর্ধন বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ, এডুকেশন এন্ড প্রোমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (২১ মে) সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, ডাক্তার মো. নজরুল ইসলাম ও ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহসিন মিয়া প্রমুখ। এই ওয়ার্কশপে প্রায় অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।