কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে ক্রিকেট একাডেমির খেলোয়ারদের জার্সি উন্মোচন করা হয়েছে। আজ সকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে ক্রিকেট একাডেমির সামনে এই জার্সি উন্মোচন অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
রাহাত স্টিল ও সিয়াম এন্টারপ্রাইজের সৌজন্যে একাডেমির ২৫০জন খেলোয়ারদের এই জার্সি প্রদান করা হয়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।