মো. আব্দুল গনি : ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রমিজ উদ্দিন (৫৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদি ঢাকা জেলার দোহার থানার নয়াডিঙ্গি গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম হাকিম উদ্দিন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল জানান, মৃত রমিজ উদ্দিন কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ১৪৩০/এ । দোহার থানার একটি মামলায় তার পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি আগে থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় তার স্বস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তার লাশটি ময়নাতদন্ত করা হবে। কয়েদির মৃত্যুর বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।