কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। উপজেলার ১৫৯৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে করে ২০ কেজি সার, ১ কেজি করে ভুট্টা, গম ও সরিষার বীজ প্রদান করা হয় । এ উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফা ইয়াসমিন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আজমিরী সুলতানা প্রমুখ ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বিনামূল্যে সার ও বীজ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা অনেক উপকৃত হয়েছে । বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না মর্মে উপজেলা চেয়ারম্যানের নিকট প্রতিশ্রুতি দেন ।