কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মডেল থানা রিসোর্স সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল সেলিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ১৬০টি মসজিদের ইমাম ও খতিবগণ।